নওগাঁ ধামইরহাটে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে ৭ আগস্ট পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই মহসীন আলী সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ের মালাহার এলাকার গোপীর মোড় থেকে ফেন্সিডিল সহ উপজেলার বাসুদেবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. রানা ওরফে রায়হান (১৪), একই গ্রামের মো. নুরুর ছেলে রনি বাবু (২০) ও ছানাউল ইসলামের ছেলে রাসেল (২১) কে আটক করে। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১০, তারিখ-০৭/০৮/২০২০ ইং।