গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে সিয়াম (১৮) ও সাজিব (১৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বিকালে উপজেলা হোসেনপুর ইউনিয়নের চেরাঙ্গা বাধের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সিয়াম তার বন্ধুদের নিয়ে জগনাৎপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে। বিকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সিয়াম ও সাজিব নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদী থেকে সিয়াম ও সাজিবের মরদেহ উদ্ধার করে। নিহত সিয়াম বগুড়া জেলার উপশহরের সেকেন্দার আলীর ছেলে এবং সাজিব বগুড়া উপশহরের বাসীন্দা।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।