রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৫২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আহমদ আলী পৌর এলাকার শানপুকুরিয়া গ্রামের আয়াতুল্লার পুত্র। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটেছে।
নিহত আহমদ আলীর ভাতিজা গোলাপ হোসেন জানান, বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে মোটরপাম্প ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হোন আহমদ আলী। বাড়ির লোকজন টের পেয়ে বৈদ্যুতিক সুইচ বন্ধ করলেও তাকে আর বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তিনি মারা যান।