গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু হলরুমে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের
সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আলতাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।