দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক হাজার ৫৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৮ জন। তবে আগের তুলনায় আক্রান্ত ও মৃতের হার কমেছে।
এ পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৫ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা হয় ১২ হাজার ৯০০টি হয় । পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৪ শতাংশ। গতকালের তুলনায় এ হার বেশি। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৭৭ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৩৯ জন।