গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা তরুণ সংঘের উদ্যেগে করতোয়া নদীতে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিশাল এ নৌকা বাইচের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মুকিতুর রহমান রাফি।
প্রভাষক সাখায়াত হোসেনের সভাপতিত্বে ও কালিকাডোবা তরুণ সংঘের সভাপতি শাহিন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলার ফারুক হোসেন, মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা শিল্পী, মারুফা বেগম, সাবেক কাউন্সিলার মাজেদুল ইসলাম, ব্যবসায়ী মমিনুল ইসলাম, ছানোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর তাঁতী লীগের যুগ্ন আহবায়ক রফিক সরকারসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
নদীর দু-পারে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে নৌকা বাইচের ফাইনাল খেলায় যে দু’টি দল অংশ গ্রহণ করেন, তারা হলেন পাগলা বাবার দল বিশ্বনাথপুর, সোনার বাংলা তালুক রহিমাপুর। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পৃর্থক ভাবে দু’টি খাঁশি তুলে দেন বিশেষ অতিথি মুকিতুর রহমান রাফি।