গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে সাব-রেজিস্ট্রার অফিসে আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলি রেজা গোলাপ মোস্তফা। জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোরশেদুল আরেফিন শ্যামল, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সহ-সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সারোয়ার কবির মজনু প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া পাঠ করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা।