গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোস্তাক আহমেদ (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শোরসাকবাজার গ্রামের আলহাজ আব্দুল মান্নান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী থেকে দ্রুতগামী একটি সিএনজি ঢোলভাঙ্গা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোস্তাক আহমেদ মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার এএসআই জাফর ইকবাল জানান, নিহত মোস্তাক আহমেদ তার শ্বশুরবাড়ি মাঝিপাড়া গ্রামে মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিলো। এ ঘটনার পর থেকে সিএনজি চালক পলাতক রয়েছে।