বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসন ও উপমহিলা বিষয়ক
অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা
অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা নির্বাহী
কর্মকর্তা তানভীর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের
মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমিতাই ইয়াসমিন এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের
চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম
প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি স্বপন দাশ বলেন,
চলমান কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শিশু অধিকার
সপ্তাহের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। শিশুদের
শিক্ষা ব্যবস্থার দিকে নজর রেখে তাদের জন্য আমাদের উন্নয়নমূলক কাজ করা
লাগবে। কোনভাবেই যেন কন্যা শিশুরা অবহেলিত না হয় সেদিকে আমাদের
সোচ্চার হতে হবে।