গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলের নব নির্মিত গেইটের শুভ উদ্বোধন কর হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে ফিতা কেটে ও মোড়ল উন্মোচন করার মাধ্যমে উদ্বোধন করেন-গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার সদর মো: আবু খায়ের, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক সুকমল মজুমদার, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক, পুলিশ লাইন্স আর আই প্রমূখ। এতে সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ ও পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।