গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হালিম (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের মেরীরহাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আব্দুল হালিম উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুর (কয়ারপাড়া) গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। স্থানীয়রা আব্দুল হালিমকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন, একই ইউপি’র বাহিরডাঙ্গা গ্রামের আব্দুল্যার ছেলে হাবিবুর (৩০) ও মজনু মিয়ার ছেলে মমিন (১৯) তাদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।