নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের প্রতিহিংসার বিষে মরলো ১৫ লাখ টাকার মাছ। এক সাথে এতবড় ক্ষতির সম্মুখীন ভুক্তভোগী এখন দিশেহারা প্রায়। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযুক্তদের মধ্য হতে ২ জনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, চৌঘাট গ্রামের আবু বক্করের ছেলে সিরাজুল ইসলাম চৌঘাট মৌজায় ৪ একর পুকুর একই গ্রামের সোহেল রানার নিকট হইতে সাত মাস পূর্বে লীজ গ্রহণ করেন এবং ৫ লক্ষাধিক টাকার পোনামাছ ছেড়ে দেন। ওই পুকুর লীজ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় দীর্ঘদিন ধরে পুকুরের মাছের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে বলে পুকুর মালিক সিরাজুল জানান।
এরই প্রেক্ষিতে গত ২০ অক্টোবর সকালে পুকুরে মাছ মরতে দেখে, বাড়ন্ত অবস্থায় প্রায় ১৫ লক্ষ টাকার মাছ নিধন করে প্রতিপক্ষরা। এ বিষয়ে অভিযুক্ত সাহারব হোসেন নিজেকে নির্দোষ দাবী করেন বলেন,‘পুকুরে কে বা কারা বিষ দিয়েছে তা আমার জানা নেই।’
এ বিষয়ে পুকুর মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ৪৩, তারিখ-২২/১০/২০২০ খ্রিঃ। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, ‘বিষ দিয়ে পুকুরের মাছ মারার বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ২ জন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে, যারা যারা এই কর্মকান্ডে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।